আজকের বক্তৃতায় কী বলতে পারেন হিজবুল্লাহর নেতা?
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ তার বক্তৃতায় কী বলতে পারেন, তা নিয়ে ইতোমধ্যে জল্পনাকল্পনা শুরু হয়েছে।
হয়তো তিনি পরিস্থিতির আঁচ বজায় রাখতে কিছু কথা বলতে পারেন, আবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে দেশটির জন্য কিছু সীমাও নির্ধারণ করে দিতে পারেন।
কিন্তু ইসরায়েলের সবচেয়ে বড় ভয় — হাসান নাসরাল্লাহ আজ বিকেলে যদি যুদ্ধ ঘোষণা করেন — যদি বলেন 'ঝাঁকে ঝাঁকে ইসরায়েলের দিকে মিসাইল ছুটে যাচ্ছে'।
হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিজবুল্লাহ। জনপ্রিয় একটি অনুমান অনুযায়ী, হিজবুল্লাহর কাছে প্রায় দেড় লাখের মতো বিভিন্ন মিসাইল ও রকেট রয়েছে। বেশিরভাগ ইরানের দেওয়া এসব মিসাইল দিয়ে গোষ্ঠীটি সহজেই ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে।
নাসরাল্লাহর আসন্ন এ বক্তৃতাটির প্রমো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে খুব সম্ভবত তার মতো দেখতে কাউকে পাগড়ি ও বড় একটা আংটি পরতে দেখা গেছে।
ওই আংটিটির মতো আংটি ইরানের রেভ্যুলেশনারি গার্ড কোর-এর কাসেম সোলায়মানিকে পরতে দেখা গিয়েছিল। ২০২০ সালে মার্কিনীরা তাকে গুপ্তহত্যার পর তার হাতের ওই আংটি দেখেই তাকে শনাক্ত করা গিয়েছিল।