‘আমার মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি’- ম্যাথুসকে আউট করা নিয়ে সাকিব
উইকেটে গিয়ে কোনো বলে খেলেননি, এমনকি কোনো বল মোকাবিলা করার জন্য দাঁড়াতেই পারেননি অ্যাঞ্জোলো ম্যাথুস। এর আগেই আউট শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 'টাইমড আউট' এর শিকার হয়েছে তিনি।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের এই ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে বলছেন 'স্পিরিট অব ক্রিকেট'- এর কথা। কিন্তু ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, তার মনে হয়েছে তিনি যুদ্ধে ছিলেন, সেভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন।
অভিজ্ঞ এই অলরাউন্ডার জানান, বাংলাদেশের এক ফিল্ডার তাকে 'টাইমড আউট' এর আবেদন করতে বলেন। নিজেকে যুদ্ধক্ষেত্রে মনে করা সাকিবও দলের জন্য আম্পায়ারের কাছে আবেদন করে বসেন।
ম্যাচশেষে তিনি বলেন, 'আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বলে, আমি আবেদন করলে সে (ম্যাথুস) আউট হয়ে যাবে। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করে আমি সিরিয়াস কিনা। এটা আইনে আছে; এটা ঠিক না ভুল, জানি না। আমার মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি। আমার যা করার ছিল, আমি তাই করেছি। বিতর্ক থাকবেই, তবে আজ যে (টাইমড আউট) সাহায্য করেছে, আমি তা অস্বীকার করব না!'
শ্রীলঙ্কার ইনিংসে ২৫ ওভারের খেলা চলছিল, দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন সাকিব। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান ম্যাথুস। হেলমেট পরছিলেন তিনি, কিন্তু আঁটসাঁট করতে গিয়ে হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। হেলেমেটের জন্য বাইরে ইশারা করেন তিনি, হেলমেট নিয়ে একজন দৌড়েও আসেন।
সময় গড়ানোয় আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করেন সাকিব। আম্পায়াররা ডেকে ম্যাথুসকে বিষয়টি জানান। এ সময় ছেঁড়া বেল্ট দেখিয়ে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন লঙ্কান এই ব্যাটসম্যান। কিন্তু আম্পায়াররা নিয়মের বাইরে যাননি। সাকিবের কাছেও এগিয়ে যান ম্যাথুস। তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন সাকিব। পরে আম্পায়াররা ম্যাথুসকে আউট ঘোষণা করেন।