বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মুখপাত্র
জানুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে এবং সহিংসতার যে কোনো ঘটনাকে তারা 'অত্যন্ত গুরুত্বসহকারে' নিচ্ছে।
সোমবার (৬ নভেম্বর) রাতে ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশি জনগণের স্বার্থে বাংলাদেশের সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে যাচ্ছে।
একইসাথে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নয় বলে জানান তিনি।
বেদান্ত প্যাটেল বলেন, "এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মনোযোগ জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং এজন্য আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের বাংলাদেশি জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে যাচ্ছি।"
বিএনপি কর্মীদের চলমান দেশব্যাপী অবরোধ ও রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ উঠলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে প্যাটেল এসব মন্তব্য করেন।
এছাড়াও এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ঢাকা দূতাবাসে তাদের একটি 'দারুণ প্রতিভাবান' দল রয়েছে; যার নেতৃত্বে একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত রয়েছেন, যিনি শুধু বাংলাদেশেই নয়, বিস্তৃত অঞ্চলেও কাজ করেছেন।