নারায়ণগঞ্জের লকডাউন প্রত্যাহার, নতুন করে লকডাউন শুরু রূপগঞ্জে
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে নারায়ণগঞ্জে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করে যে তিনটি এলাকাকে 'পরীক্ষামূলক' লকডাউন ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
গত রোববার বিকেল ৩টা থেকে সিটি করপোরেশন এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের জামতলা এমপি গলি, আমলাপাড়া ও ফতুল্লার ভুইঘরের রূপায়ন টাউন এলাকায় 'পরীক্ষামূলক' লকডাউন ঘোষণা করা হয়।
তবে এটি প্রত্যাহারের পর নতুন করে রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়নকে লকডাউন করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দীন বলেন, ''পরীক্ষামূলক লকডাউন শেষ হওয়ায় এবং স্বাস্থ্য বিভাগের ম্যাপে জেলার রূপগঞ্জ উপজেলায় সংক্রমণের সংখ্যা বেশি থাকায় আমরা আজ বিকেল ৩টা থেকে ওই উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউনের আওতায় আনছি।"
স্থানীয়রা জানান, কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা পুলিশ আমলপাড়া, রূপায়ন টাউন এবং জামতলা এলাকার প্রবেশ পথে লকডাউনের জন্য সাটানো বাঁশ খুলে দেওয়া হয়। ফলে বুধবার সকাল থেকেই ওই তিন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। বাড়ে মানুষের চলাচলও। এছাড়া সকাল থেকেই ওই তিন এলাকার থেকে পুলিশ চেকপোস্টও সরিয়ে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান এবং ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, নারায়ণগঞ্জের তিনটি স্পটের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনটি এলাকায় পাইলট হিসেবে লকডাউন করা হয়েছিল। সংক্রমণের হার বিবেচনা করে অন্য এলাকা লকডাউন করা হবে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে মঙ্গলবার জেলা প্রশাসনের ভার্চুয়াল মিটিং হয়েছে। ওই মিটিংয়ে জেলার কোন এলাকায় সংক্রমণের পরিমাণ বাড়ছে তা ম্যাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। সেই আলোকে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে আমার লকডাউন করার প্রস্তুতি নিচ্ছি।"
তিনি বলেন, "এই লকডাউন ১৫ থেকে ২১ দিনের জন্য পাইলট হিসেবে পর্যবেক্ষণ করা হবে।"
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগম বুধবার দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করে বিকেল তিনটা থেকে রুপগঞ্জ ইউনিয়নকে লকডাউন করা হবে।