সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর সাভারের বলিয়ারপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে বালি ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯ টার দিকে একটি মোটরসাইকেলে দুইজন লোক এসে বাসের ভিতরে একটি বোতল ছুড়ে দিয়ে পালিয়ে যায়। এরপরেই বাসটিতে আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা বালু ও পানি দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলে।
বাসটির মালিক মোক্তার হোসেন বলেন, বাসটি ইতিহাস পরিবহনের ব্যানারে সাভার থেকে মিরপুর রুটে চলাচল করতো। আজ সারাদিন সড়কে চলাচল করেছে বাসটি। ট্রিপ শেষে রাতে বাসটি বলিয়ারপুর স্ট্যান্ডে রেখে কাজ করানো হচ্ছিল। এরমধ্যে বাসের চালক খাওয়া-দাওয়া করতে বাসায় যায়। বাসটি খালি অবস্থায় সার্ভিস লেনে পার্ক করা ছিল।
"আমি এসে দেখি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগীতায় বাসের আগুন নিভিয়ে ফেলি," বলেন তিনি।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে মোক্তার হোসেন আরও বলেন, "মাত্র কয়েক মাস আগে কিস্তিতে বাসটি কিনেছিলাম। এখনো অধিকাংশ কিস্তি বকেয়া। একটাই বাস আমার, সব শেষ হয়ে গেলো।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, "আমরা ঘটনাস্থলে আছি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"