বিশ্বকাপ: গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে সেরা কারা
প্রথম সেমি-ফাইনালে কাল মুম্বাইয়ে লড়বে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে এক নজরে দেখে নেওয়া যাক ব্যাটে-বলে এখন পর্যন্ত আলো ছড়িয়েছেন কারা।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৯টি করে ম্যাচ শেষে প্রস্তুত সেমি-ফাইনালের মঞ্চ। এখনও হার না মানা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে। প্রথম সেমি-ফাইনালে ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে এক নজরে দেখে নেওয়া যাক ব্যাটে-বলে এখন পর্যন্ত সেরা কারা।
সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান | ম্যাচ | রান | গড় | ১০০/৫০ |
বিরাট কোহলি | ৯ | ৫৯৪ | ৯৯.০০ | ২/৫ |
কুইন্টন ডি কক | ৯ | ৫৯১ | ৬৫.৬৬ | ৪/০ |
রাচিন রবীন্দ্র | ৯ | ৫৬৫ | ৭০.৬২ | ৩/২ |
রোহিত শর্মা | ৯ | ৫০৩ | ৫৫.৮৮ | ১/৩ |
ডেভিড ওয়ার্নার | ৯ | ৪৯৯ | ৫৫.৪৪ | ২/২ |
সেরা পাঁচ বোলার
বোলার | ম্যাচ | উইকেট | গড় | সেরা |
অ্যাডাম জ্যাম্পা | ৯ | ২২ | ১৮.৯০ | ৪/৮ |
দিলশান মাদুশঙ্কা | ৯ | ২১ | ২৫.০০ | ৫/৮০ |
জেরাল্ড কোয়েটজা | ৭ | ১৮ | ১৯.৩৮ | ৪/৪৪ |
শাহিন আফ্রিদি | ৯ | ১৮ | ২৬.৭২ | ৫/৫৪ |
জাসপ্রিত বুমরাহ | ৯ | ১৭ | ১৫.৬৪ | ৪/৩৯ |