‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে খুশির কিছু হতে পারে না’
ঘটনাটি বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের। নেটে ব্যাট করছিলেন শচীন টেন্ডুলকার। দলে নবীন কোহলিকে বাকি খেলোয়াড়রা বললেন, নতুন আসা কোনো খেলোয়াড়কে নিয়মানুযায়ী শচীনের পা ছুঁয়ে শ্রদ্ধা দেখাতে হয়।
তরুণ কোহলি সেটি মেনে নিয়ে নেটে শচীনের পা ছুঁতে চলে যান। কিন্তু বিষয়টি বুঝতে পেরে শচীন থামিয়ে দেন কোহলিকে। সেইসঙ্গে এও বলে দেন, কোহলির সাথে বাকি সতীর্থরা মজা করেছেন। অর্থাৎ 'প্র্যাঙ্কড' হয়েছেন কোহলি।
এতদিন পর এই ঘটনা মনে করার কারণ কী? কারণ শচীন নিজেই যে এই মজার ঘটনাটি মনে করিয়ে দিয়েছেন কোহলিকে। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কোহলি। ভেঙেছেন শচীনের করা ৪৯ সেঞ্চুরির রেকর্ড। এরপর কোহলিকে অভিনন্দন জানাতে গিয়ে সেই বিখ্যাত ঘটনার কথা স্মরণ করেছেন শচীন।
প্রথমবার কোহলির সঙ্গে দেখা হওয়ার সেই স্মৃতিচারণ করে ইনস্টাগ্রামে করা এক পোস্টে শচীন লিখেছেন, 'প্রথমবার যখন তোমাকে আমি ড্রেসিংরুমে দেখি, বাকি সতীর্থরা তোমার সঙ্গে আমার পা ছোঁয়া নিয়ে প্র্যাঙ্ক করেছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু তুমি খুব দ্রুতই তোমার কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় দিয়ে আমার হৃদয় ছুঁয়েছ। তোমাকে 'বিরাট' এক খেলোয়াড় হয়ে ওঠা দেখতে পেরে আমি গর্বিত।'
নিজের গড়া রেকর্ড কোনো ভারতীয় ভেঙেছেন, এই বিষয়টিতেও আনন্দিত শচীন, 'আমার রেকর্ড একজন ভারতীয় ভেঙেছে, সেটিও বিশ্বকাপের মতো মঞ্চে। আমি এর চেয়ে খুশি হতে পারতাম না।'