তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের ডাক গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টির
নির্বাচন কমিশনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণদিবস হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ও বাংলাদেশ লেবার পার্টি।
আজ বুধবার (১৫ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন এ জোটের অন্যতম নেতা জুনায়েদ সাকি।
সাকি বলেন, 'গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী বলেছিলেন, আর দুই এক-দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অথচ তফসিল ঘোষণার এখতিয়ার কেবল নির্বাচন কমিশনের থাকলেও, প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। আওয়ামী লীগের অন্য মন্ত্রীরাও তফসিল ঘোষণা নিয়ে কথা বলেছে। নির্বাচন কমিশন কতোটা স্বাধীন তা এসব ঘটনার মধ্যে দিয়ে আবারো প্রমাণ হয়েছে।'
'জনগণ এটা মানবে না। এদেশে কখনোই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটা বারবার প্রমাণিত।'
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল ডাক দিয়েছে লেবার পার্টি।
বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় পুরানা পল্টনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, 'আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগণ রাজপথে শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি পালন করছে এবং করবে।'