ঢাকায় হরতাল-অবরোধে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭
অবরোধ-হরতাল চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে কেরানীগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন– একাধিক এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অন্যতম অভিযুক্ত ও ৮ মামলার পলাতক আসামি আদাবর থানার যুবদলের যগ্ম-আহব্বায়ক মো. রাকিব শেখ।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮) এবং জাহাঙ্গীর আলম (৫৫)।
এদিকে, রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার এলাকায় নাশকতার প্রস্তুতিকালে ছাত্রদলের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৩।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর গত ৩১ অক্টোবর থেকে ডাকা দেশব্যাপী হরতাল-অবরোধে সারাদেশে অসংখ্য ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেশজুড়ে বহু মামলা ও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।