৮১ বছরে বাইডেন, আবারও নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে বয়স যখন উদ্বেগের
সোমবার ৮১ বছরে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওভাল অফিসে বসা সবচেয়ে বৃদ্ধ ব্যক্তিটি এখন তিনিই।
জনমত জরিপে দেখা গেছে, আবারও নির্বাচন করার ক্ষেত্রে বাইডেনের বয়সের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নাগরিকেরা।
তবে এ উদ্বেগকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট। ভোটারদের কাছে তার বক্তব্য, প্রায় অর্ধ শতকের তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ও বয়স দুটোই মার্কিন সমস্যা সমাধানে একটি সম্পদ।
'জানি তো আমার বয়স ১৯৮ বছর,' জুন মাসে বয়সের সংখ্যা নিয়ে এমন কৌতুকই করেন তিনি।
আবারও নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা শেষে বাইডেনের বয়স হবে ৮৬। এর আগে সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট পদ অলংকৃত করেছেন রিপাবলিকান রোনাল্ড রিগ্যান। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর ৭৭ বছর বয়সে ১৯৮৯ সালে ওভাল অফিস ছাড়েন তিনি।
অন্যদিকে ২০২৪-এ রিপাবলিকান মনোনয়নে এগিয়ে থাকা ট্রাম্পের বয়স এখন ৭৭।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে রয়টার্স/ইপসস জরিপে ভোটারেরা বাইডেনের বয়স ও দেশ শাসনের জন্য তার উপযুক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ৬৫ শতাংশ ডেমোক্রেটসহ মোট ৭৭ শতাংশ ব্যক্তি মনে করেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেনের বয়স বেশি।
অন্যদিকে ৩৯ শতাংশ মার্কিনীর মতে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার জন্য মনস্তাত্ত্বিক দিক থেকে এখনো যথেষ্ট প্রখর।