খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক আ ন ম এমরান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকোর্টের আদেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে, হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'কটুক্তি' করেছিলেন হাবিবুর রহমান। এ ঘটনায় হাইকোর্ট হাবিবুর রহমানকে ৬ নভেম্বর আদালতে হাজির হতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতিকে নিয়ে করা 'বিরূপ মন্তব্যের' ব্যাখ্যা দিতে বলেন।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন।
একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।