শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ
দেশে মহামারী করোনাভাইরাস প্রথমবারের মতো শনাক্ত হওয়ার তিন মাস পর শনাক্তের সংখ্যার দিক থেকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৫৬ জনের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। ফলে এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে।
করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী চীনে ৮৩ হাজার ৭৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়।
ফলে চীনকে টপকে শনাক্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন সারাবিশ্বে ১৮ তম।
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তিন মাস পর বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯। তবে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, বলছে ইতোমধ্যে রোগ শনাক্ত ছাড়াই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮৬১ জন।
করোনা ভাইরাসে মৃত্যের সংখ্যার দিক থেকে চীনের অবস্থান বাংলাদেশের অনেক উপরে। স্বাস্থ্যসেবা খাতে তুলনামূলকভাবে এগিয়ে থাকা এ দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪ হাজার ৬৩৪ জনের।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৭ হাজার ৮২৭ জন সেরে উঠলেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে।
অন্যদিকে ভাইরাসের উত্তপত্তিস্থল চীনে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪৬৭ জন। দেশটিতে বর্তমানে মাত্র ৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী আছেন। নতুন করে সংক্রমণও খুব বেশি নেই।