ঢামেক হাসপাতালের আইসিইউ প্রধান করোনায় আক্রান্ত
গত ৬ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মোজাফফর হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।
রোববার মোবাইল ফোনে তিনি নিজেই আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। গত ৬ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন আইসিইউ বিভাগের এ অধ্যাপক।
মোজাফফর হোসেন জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি বাসায় রয়েছেন ও সুস্থ আছেন। কোনো শারীরিক জটিলতা নেই।
ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের ছাত্র ছিলেন তিনি।