গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না: কাদের
হরতাল, অবরোধ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করায় বিএনপির ওপর কেন (বৈদেশিক) নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, 'বিএনপি হরতাল করছে, প্রকাশ্যে পুলিশ হত্যা করছে, মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না?'
তারা (বিএনপি) প্রকাশ্যে হামলা করে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই সব কর্মকাণ্ড যারা করছে, তারা তো নির্বাচনকে বাধা দেয়ার জন্য করছে। যারা অপকর্ম করে, শাস্তিযোগ্য অপরাধ করে, তাদের বিরুদ্ধে মামলা হবেই।
বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে কাদের বলেন, 'বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঢেকে রাখার মত নয়, সব কিছুই সবাই দেখছে। প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে তাদের কি বিচার হবে না?'
বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না।
কাদের বলেন, 'ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়া যাবে না। দলের লোক হলে– দলীয় সিদ্ধান্ত মানতে হবে।'
ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। তাদেরকে কেউ বাইরে রাখেনি।'
কাদের বলেন, শরীক হলেই তাকে নমিনেশন দেয়া হবে না, নির্বাচিত হওয়ার মত জনপ্রিয় যোগ্য মানুষকেই দেয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।