২০২২ অর্থবছরের শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী কোম্পানিকে পুরস্কার দেবে এনবিআর
২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরও ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল রাজস্ব বোর্ড এক গেজেট বিজ্ঞপ্তিতে উৎপাদন, সেবা ও ব্যবসা- এই তিন ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে এনবিআর ভ্যাট প্রদানকারী শীর্ষ সংস্থাগুলোর কাছে পুরস্কার হস্তান্তর করবে।
বিজ্ঞপ্তি অনুসারে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কাঁচপুর, নারায়ণগঞ্জ), গাজীপুরে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ঢাকার জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদন বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হয়েছে।
আগের বছর, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড (সফিপুর, গাজীপুর) এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (বনানী, ঢাকা) এই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল।
২০২২ অর্থবছরে ব্যবসা ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজা (চান্দনা, গাজীপুর), ইউনিমার্ট লিমিটেড এবং হামকো কর্পোরেশন লিমিটেড শীর্ষ ভ্যাট-দাতা হয়েছে।
এরমধ্যে এ বছর এক ধাপ এগিয়েছে ইউনিমার্ট লিমিটেড। অন্যদিকে, সুপারশপ আগোরা এ বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী কোম্পানির তালিকা থেকে বাদ পড়েছে।
সার্ভিস বা সেবা ক্যাটাগরিতে আগের বছরের মতোই প্রথম অবস্থানে রয়েছে বিকাশ লিমিটেড (জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস)। দ্বিতীয় স্থানে, ব্র্যাক-আড়ং এ বছর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের জায়গা দখল করেছে এবং নগদ লিমিটেড রয়েছে তৃতীয় স্থানে।
এছাড়া, জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসা এবং সেবা ক্যাটাগরিতে একটি একটি করে মোট ১৩৮টি কোম্পানিকে পুরস্কৃত করবে এনবিআর।