করোনা জয় করলেন ১৫ ইটভাটা শ্রমিক
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় করোনা জয়ী ১৫ ইটভাটা শ্রমিকের বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও ওষুধসহ শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বসন্তপুর গ্রামে সুস্থ হওয়া শ্রমিকদের বাড়িতে ফুল ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন।
শুভেচ্ছা সামগ্রীর মধ্যে রয়েছে ফুল, নাপা ট্যাবলেট, ভিটামিন সি ট্যাবলেট, ওরস্যালাইন, মাস্ক, সাবান, সেমাই ও চিনি।
শুভেচ্ছা সামগ্রী বিতরণকালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার ও স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, তারা প্রত্যেকে ইটভাটা শ্রমিক। নারায়ণগঞ্জ থেকে ফিরে একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনা আক্রান্ত হওয়ার পর তারা আইসোলেশনে ছিলেন। বর্তমানে তাদের শরীরে করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদের করোনামুক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২৭ জন। সুস্থদের করোনামুক্ত ঘোষণা করে তাদের বাড়ি লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
গত ১৭ মে দেবহাটায় নারায়ণগঞ্জ ফেরত ২৪ জন ইটভাটা শ্রমিক একই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে এই ১৫ জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। বাকিদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো না আসায় এখনো তারা আইসোলেশনে রয়েছেন।