মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে একজনের মৃত্যু
রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দগ্ধ একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ইঞ্জিনিয়ার খায়ের গাজী (৪৪) চাঁদপুর সদর উপজেলার আফাজ উদ্দিন গাজীর ছেলে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন খায়ের গাজী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান।
তার শরীরের ১৫ শতাংশ পুড়ে যাওয়াসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওই চিকিৎসক।
এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র সহ স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
আহতরা হলেন- সালাউদ্দিন (৩৮), মামুন (৩০), মাসুম (২৫), আমির হোসেন সুমন (৩২), রানা (৩০), কামাল আবেদীন (৫০), জীবন (২১)।
আহতদের কেউ আশঙ্কামুক্ত নয় বলেও জানান বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।