প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ও শোকজ ১০০ ছাড়াল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে থেকেই একের পর এক আচরণবিধি ভঙ্গ করছেন প্রার্থীরা, আর এসব রোধ করতে নির্বাচন অনুসন্ধান কমিটিও একের পর এক শোকজ দিচ্ছেন।
এ পর্যন্ত শতাধিক প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন।
ইসির সংশ্লিষ্ট দপ্তরে সূত্র বলেন, 'একদম সঠিক তথ্য দিতে পারব না। তবে শোকজের পরিমাণ ১০০ ছাড়িয়ে গেছে।'
আইন ভঙ্গকারীদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী, এদের মধ্য়ে আবার সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রীও রয়েছেন বলে সূত্র জানায়।
তিনি আরও বলেন, এরই মধ্যে যারা শোকজের জবাব দিয়েছেন তাদের অনেকেরই জবাব সন্তোষজনক নয় বলেও অনুসন্ধান কমিটি রিপোর্টে জানিয়েছে।
শোকজ পাওয়া এসব প্রার্থীদের বিরুদ্ধে জনসভা, শোডাউন, সাংবাদিকদের হেনস্তা, অস্ত্রধারী ব্যক্তিকে নিয়ে শোডাউন, মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এদের তালিকায় এবার যোগ হয়েছে আওয়ামী লীগের দু'জন সিনিয়র নেতার নাম– আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
নির্বাচনী আচরণবিধির অমান্য করে সভা করায় গতকাল শনিবার ইসিতে তলব করা হয়েছে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে। তাকে ১৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচন ভবনে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাছিমকে শোকজ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জাহান নাসরিন তাকে ওই তলব আদেশ দিয়েছেন। নোটিশে তাকে ১০ ডিসেম্বর দুপুরে কমিটির কার্যালয়, জজ (যুগ্ম জেলা জজ) অর্থঋণ আদালত নং-৪, ঢাকায় ব্যক্তিগতভাবে অথবা তার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।