গুজরাট মহাসড়কে ভুয়া টোল প্লাজা, দেড় বছর ধরে চলছে প্রতারণা
ভুয়া টোল প্লাজা বসিয়ে যানবাহনের কাছ থেকে টোল আদায় করছিল প্রভাবশালী একটি চক্র। দেড় বছর ধরে এভাবে টোল আদায় করলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়েনি। কারো কারো নজরে পড়লেও তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেননি। তবে শেষ রক্ষা হয়নি। সম্প্রতি পুলিশের হাতে চক্রটির প্রতারণা ধরা পড়েছে।
ঘটনাটি ভারতের গুজরাটের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুজরাটের মোরবি জেলায় বামনবোর-কোচ মহাসড়ক পাশ কাটিয়ে খানিকটা দূরে ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে ভুয়া এই টোল প্লাজা স্থাপন করা হয়।
চক্রটি যানবাহনগুলোর কাছ থেকে নির্দিষ্ট পরিমাণের অর্ধেক টোল আদায় করত। অর্থ সাশ্রয় হওয়ায় চালকরাও এই সড়ক ব্যবহার করত। এভাবে দীর্ঘদিন ধরে মানুষের সাথে এমনকি পুলিশ ও শীর্ষ সরকারি কর্মর্তাদের সাথে প্রতারণা করে আসছিল তারা।
মহাসড়কটির সরকার অনুমোদিত ভার্গাসিয়া টোল প্লাজার ব্যবস্থাপক জানান, ওই জমির মালিকরা দেড় বছর ধরে প্রতিদিন হাজার হাজার রুপি প্রকাশ্যে অর্থ আদায় করে আসছিল।
চক্রের সদস্যরা হোয়াইট হাউস সিরামিক কোম্পানির মালিকানাধীন ওই জমি এবং ভার্গাসিয়া গ্রাম ব্যবহার করে নির্দিষ্ট সড়ক থেকে যানবাহনগুলো তাদের টোল প্লাজার দিকে নিয়ে সরিয়ে নিত। টোলের পরিমাণ অর্ধেক হওয়ার কারণে ট্রাক চালকরাও এই রুট ব্যবহারে আগ্রহী থাকতেন।
মোরবি জেলার কালেক্টর জি টি পান্ডে বলেন, 'আমরা তথ্য পেয়েছি যে ভার্গাসিয়া টোল প্লাজার আসল রুট থেকে কিছু যানবাহন সরিয়ে নেওয়া হচ্ছে এবং টোল ট্যাক্স সংগ্রহ করা হচ্ছে। পরে পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তারা বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। বিষয়টির সত্যতা পাওয়ায় তারা এ বিষয়ে বিস্তর অভিযোগ দায়ের করেছেন।'
পুলিশ এ ঘটনায় হোয়াইট হাউস সিরামিক কোম্পানির মালিক অমরশি প্যাটেল, বনরাজ সিং ঝালা, হরবিজয় সিং ঝালা, ধর্মেন্দ্র সিং ঝালা, যুবরাজ সিং ঝালাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করেছে।