আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাপা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সাথে শুক্রবারের রাতের বৈঠকেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় পার্টি (জাপা)। দুই দলেরই একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জাতীয় পার্টির নেতারা বলছেন, আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতায় যাবেন না তারা। জাতীয় পার্টি নিজস্ব প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি নিয়ে কেন আলোচনা হবে? আওয়ামী লীগ তো ১৪ দলের সাথে আসন ভাগাভাগি করবে। আমরা এককভাবে নির্বাচনে যাব। আমাদের মিটিং হয়েছে নির্বাচনের পরিবেশ নিয়ে।'
এদিকে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে শনিবার দুই দলের পক্ষ থেকে আলাদাভাবে গণমাধ্যমে ব্রিফ করা হবে।'
আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।
জাতীয় পার্টির পক্ষে অংশ নেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্ন ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।