সাকিবের বিকল্প হিসেবে দলে সৌম্য, বলছেন শান্ত
বিশ্বকাপে পাওয়া চোটে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি সাকিব আল হাসান। চোট তো আছেই, বাংলাদেশ অধিনায়কের ব্যস্ততা এখন নির্বাচনী মাঠে। আসন্ন নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়বেন তিনি। যে কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তার না থাকা বাংলাদেশ দলে যে বড় শূন্যতা, তা বলাই বাহুল্য। তবে সেই শূন্যতা কিছুটা হলেও ঘুচিয়ে নেওয়ার মতো বিকল্প আছে বলে মনে করেন সাকিবের অবর্তমানে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। ব্যাটে-বলে অবদান রাখতে পারেন, এমন ভাবনা থেকে সাকিবের বিকল্প হিসেবে সৌম্য সরকারকে টিম ম্যানেজমেন্ট দলে নিয়েছে বলে ধারণা শান্তর।
অনেক সুযোগ পেয়েও দীর্ঘদিন ধরে জাতীয় দলে থিতু হতে না পারা সৌম্যকে অভিজ্ঞ মনে করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ব্যাটিংয়ের পাশাপাশি সৌম্যর বোলিংও দলের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান শান্ত।
কাল ডানেডিনে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সৌম্যকে নিয়ে তিনি বলেন, 'আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না, সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে উনার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই (সৌম্যর) ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর সাথে অভিজ্ঞতাটা তো আছেই।'
নিউজিল্যান্ড সফর দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফিরেছেন সৌম্য। যদিও ফেরার মতো পারফরম্যান্স করে সুযোগ পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। লম্বা সময় ধরে তাকে জাতীয় দলে বিবেচনা করা হয়নি, ঘরোয়া ক্রিকেটেও পারেননি নিজেকে মেলে ধরতে।
যে ফরম্যাটে তাকে সবচেয়ে যোগ্য মনে করা হয়, সেই টি-টোয়েন্টিতে শেষ ১৬ ইনিংসে একটিও বলার মতো ইনিংস নেই সৌম্যর। জাতীয় দলের হয়ে লম্বা এই সময়ে ২৫ রানের গণ্ডিও পেরোতে পারেননি তিনি। ওয়ানডেতেই হতাশার চিত্র, শেষ ১৬ ওয়ানডেতে তার হাফ সেঞ্চুরি মাত্র একটি।
পারফরম্যান্স বিবেচনায় সৌম্যকে যে দলে নেওয়া হয়নি, সেটা অবশ্য আগেই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। পারিপার্শ্বিকতা বিবেচনায় তাকে দলে হয়েছে বলে জানান তিনি। সাকিবের না থাকা এবং নিউজিল্যান্ডে সৌম্যর খেলার অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
এবার নিয়ে পঞ্চমবারের মতো নিউজিল্যান্ড সফরে গেছেন সৌম্য। আগের চার সফরে তিন ফরম্যাট মিলিয়ে কিউইদের মাটিতে ২০ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ৬৩৩ রান করেছেন তিনি। বল হাতেও আছে অবদান, ১৪ ইনিংসে সৌম্যর উইকেট ৪টি। এবারও তার কাছ থেকে ভালো কিছুর আশায় বাংলাদেশ।