মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি
আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে '২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা' সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ উপলক্ষে আগামী ৯ জানুয়ারি থেকে মেডিকেল কলেজ ভর্তি কোচিংগুলো বন্ধ থাকবেও বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাশ মার্কস ৪০ রাখা হয়েছে, যা আগেও ছিল। তবে এবার দ্বিতীয়বার পরীক্ষা দিলে প্রাপ্ত নম্বর থেকে ১০ নম্বর কাটা যাবে বলে জানান মন্ত্রী, যা আগে ছিল ৮ নম্বর।
বিদেশি শিক্ষার্থীরা আগামী ৪ জানুয়ারি থেকে এবং দেশের শিক্ষার্থীরা ১১ জানুয়ারি থেকে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
সরকারি ও বেসরকারি মিলিয়ে এবার মোট ১১,৭২৮টি সিট রয়েছে মেডিকেল কলেজগুলোতে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে দ্বিগুণেরও বেশি ডাক্তার নার্সের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, "রাজনৈতিক কারণে কোনো মেডিকেল কলেজ তৈরি হয়না, প্রয়োজনে তৈরি হয়। আমাদের দেশে এখন ১ লাখ ডাক্তার আছে; তবে প্রয়োজন ২ থেকে আড়াই লাখ। প্রয়োজন রয়েছে, আমাদের কোয়ালিটিও ইমপ্রুভ করা হচ্ছে।"
মন্ত্রী আরও জানান, "যারা দ্বিতীয়বার পরীক্ষা দেবে, তাদের ১০ নম্বর কাটা যাবে, আগে যদিও এটি ৮
নম্বর ছিল। এটি করা হয়েছে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে তারা যেনো নিজেদের বঞ্চিত মনে না করে সেজন্য।"
এছাড়া, একজন শিক্ষার্থী তিনবার মাইগ্রেশন করতে পারবে বলে জানান তিনি।
অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ জানুয়ারি। টাকা জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত; এবং প্রবেশপত্র বিতরণ করা হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
এমবিবিএস ভর্তি পরীক্ষার ঠিক একমাস পর, ৮ মার্চ ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।