পাকিস্তানে বন্ধ হলো বেটিংয়ের ভার্চুয়াল বিজ্ঞাপন প্রচার
পাকিস্তানে বেটিংয়ের যে কোনো ধরনের বিজ্ঞাপন সম্প্রচার নিষিদ্ধ। অস্ট্রেলিয়া–পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ভিন্ন উপায়ে বেটিংয়ের বিজ্ঞাপন সম্প্রচার করা হচ্ছিল।
পাকিস্তানের যেসব চ্যানেল এই সিরিজ সম্প্রচার করছে সেই চ্যানেলগুলোর কাছে যে ফিড দেওয়া হয়েছে, তাতে দেখা গেছে, উইকেটকিপার ও স্লিপ অঞ্চলে বেটিং কোম্পানির বিজ্ঞাপনযুক্ত বোর্ড। যদিও মাঠের ওই জায়গাগুলোতে এই ধরনের বিজ্ঞাপনের সত্যিকারের উপস্থিতি নেই। প্রযুক্তির সাহায্যে কেবলমাত্র টিভিতে সম্প্রচারের জন্যই ওই বিজ্ঞাপনগুলো সম্প্রচার করা হচ্ছিল।
বেটিংয়ের ব্যাপারে সরকারের 'জিরো টলারেন্স নীতি'র কথা জানিয়ে এক বিবৃতি দেয় এই সিরিজ সম্প্রচার করা পাকিস্তানের রাষ্টায়ত্ত চ্যানেল পিটিভি। অস্ট্রেলিয়া–পাকিস্তানের বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলার সম্প্রচারও বন্ধ করে দেয় চ্যানেলটি।
যদিও পাকিস্তানেরই আরেক চ্যানেল টেন স্পোর্টসে খেলার সম্প্রচার চলেছে, বেটিংয়ের ভার্চ্যুয়াল বিজ্ঞাপনও তাতে দেখা গেছে। ক্রিকইনফো এক খবরে বলেছে, পাকিস্তানের আইন মেনে দেশটিতে বেটিংয়ের বিজ্ঞাপনবিহীন ফিড সরবরাহ করা হবে।