মাশরাফিকে পেছনে ফেলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের
পেছনে পড়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক বাংলাদেশ অধিনায়কের রেকর্ড ভেঙে দিলেন হাবিবুর রহমান, মাশরাফির গড়া দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন হাবিবুর রহমানের। আজ কক্সবাজারে বিসিএল ওয়ানডেতে উত্তরাঞ্চলের হয়ে এই রেকর্ড গড়েছেন ওপেনার হাবিবুর।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মধ্যাঞ্চলের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ বলে ১০০ রান করেন হাবিবুর। রেকর্ডটি গড়ার পথে তিনি হাঁকিয়েছেন সাতটি চার ও আটটি ছয়।
হাবিবুরের আগে লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল মাশরাফির। আসল কাজ বোলিং হলেও মাশরাফি ২০১৬ সালের ডিপিএলে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন।