ইউরোপগামী ডিজেল ও জেট ফুয়েলবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে চলছে
মধ্যপ্রাচ্য ও ভারত থেকে ইউরোপগামী অন্তত চারটি ডিজেল ও জেট ফুয়েলবাহী ট্যাংকার লোহিত সাগর এড়িয়ে আফ্রিকা দিয়ে ঘুরপথে গন্তব্যে যাচ্ছে।
কেপ অভ গুড হোপের বিকল্প রুট দিয়ে চলাচল করলে ইউরোপে পৌঁছাতে জাহাজগুলোর তিন সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত সময় লাগতে পারে। এতে বাড়বে ফ্রেইট খরচ, সেইসঙ্গে বিঘ্নিত হবে সরবারহ।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগরের সমুদ্রগামী জাহাজে হামলা চালাচ্ছে। তাদের আক্রমণ এড়াতেই অনেক জাহাজ ঘুরপথে পণ্য পরিবহন শুরু করেছে। তবে বাকিরা লোহিত সাগর দিয়ে সুয়েজ খাল ব্যবহার করেই জাহাজ চালাচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলার পাশাপাশি লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও হামলা চালাতে শুরু করে হুতিরা। এরপর থেকেই বড় বড় জাহাজ কোম্পানিগুলো ওই সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রেখেছে।
যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে টহল দিতে লোহিত সাগরে মাল্টিন্যাশনাল রেড সি ফোর্স গঠনের ঘোষণা দেওয়ার পর মায়েরস্ক ও সিএমএ সিজিএম-সহ বেশ কিছু জাহাজ কোম্পানি এই রুটে ফিরে আসার ঘোষণা দিয়েছে।
তবে হ্যাপাগ লয়েডসহ (এইচএলএজি.ডিই) অন্যান্য কোম্পানি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই ফোর্সের শক্তিমত্তা নিয়ে সংশয়ে ভুগছে।
বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও ভারত থেকে বিভিন্ন ঘুরপথে পণ্য নিয়ে যাচ্ছে ইউরোপে।
লোহিত সাগরে জাহাজে হুতিদের আক্রমণের ফলে সুয়েজ খাল দিয়ে সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। এর কিছু জাহাজ আফ্রিকার সর্বদক্ষিণের উত্তমাশা অন্তরীপ ঘুরে চলাচল করছে।