লোহিত সাগর: হুথির মিসাইলে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ১৮ মাইল দীর্ঘ তেলের আস্তরণ
গত সোমবার হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত একটি কার্গো জাহাজ থেকে তেল চুইয়ে পড়ছে। এর ফলে লোহিত সাগরে পানির ওপর জাহাজটি ১৮ মাইল দীর্ঘ তেলের আস্তরণের জন্ম দিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
এম/ভি রুবিমার নামক যুক্তরাষ্ট্রে নিবন্ধিত লেবাননের মালিকানাধীন জাহাজটিতে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ইয়েমেনের হুথি অঞ্চল থেকে সোমবার দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হলে একটি মিসাইল ৪১ হাজার টন সার বহনকারী জাহাজটিকে আঘাত করে।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বর্তমানে জাহাজটি নোঙর করা আছে। হুথিদের এখন পর্যন্ত আক্রমণে সবচেয়ে বেশি এ জাহাজটিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে হুথিরা।
তবে কোন ধরনের উপাদান রুবিমার থেকে তেল ছড়াচ্ছে তা এখনো স্পষ্ট নয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার পর বিপদবার্তা পাঠায় জাহাজটি। এরপর লোহিত সাগরে অবস্থান করা একটি কোয়ালিশন যুদ্ধজাহাজ ও আরেকটি বাণিজ্যিক জাহাজ এটিকে সহায়তা করে।
বাণিজ্যিক জাহাজটি রুবিমারের ক্রুদের নিকটবর্তী একটি বন্দরে নিয়ে যায়। হুথিদের হামলায় এ প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত জাহাজের ক্রুদের বাধ্য হয়ে জাহাজ ছাড়তে হয়েছে।
এর আগে অন্যান্য জাহাজ হামলার শিকার হলেও সেগুলো নিজেদের যাত্রা অব্যাহত রাখতে পেরেছিল।
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, 'এটি জ্বালানি চোয়ানোর মাধ্যমে পরিবেশগত ঝুঁকি তৈরি করছে। আর তার ওপর, আমি যতটুকু জানি, এটি সার বহন করছিল। অর্থাৎ হুথিরা নিজেদের অঞ্চলেই পরিবেশগত ঝুঁকি তৈরি করছে।'
সিএনএন-এর খবরে বলা হয়েছে, লোহিত সাগরে জাহাজের ওপর হুথিদের হামলা থামাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। অন্যদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র হুথিদের লক্ষ্য করে বড় বড় আক্রমণ চালালেও ইয়েমেনের অভ্যন্তরে অস্ত্র মজুত অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।