কামরাঙ্গীরচরে ফায়ার-ব্রিদিং স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনা, দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
বাসার ছাদে থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় মুখে কেরোসিন নিয়ে উপরে ছুড়ে আগুন জ্বালিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিল ১৪ বছরের সিয়াম। কিন্তু, তাতেই ঘটে দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয় সিয়াম। সিয়ামকে বাঁচাতে গিয়ে তার দুই চাচা রাকিব এবং রায়হানও আহত হয়েছেন।
গত রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে। রাতেই গুরুতর দগ্ধ অবস্থায় সিয়ামকে এবং আহত অন্য দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, কেরোসিন মুখে নিয়ে আগুন জ্বালাতে গিয়ে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ পুড়ে গিয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। বাবা-মায়ের একমাত্র ছেলে সিয়াম। হাসপাতালের আইসিইউতে ওর চিকিৎসা চলছে। সিয়ামকে বাঁচাতে গিয়ে তার দুই চাচাও কিছুটা দগ্ধ হন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে, তারা আশঙ্কামুক্ত।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, "সকালে আমি রোগীকে (সিয়ামকে) দেখে এসেছি। কিশোর ছেলেটির শরীরের প্রায় ৮৮ শতাংশ পুড়ে গেছে। মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালানো কোন উদযাপনের বিষয় নয়, এটা আত্মহত্যার শামিল। এভাবে আগুন হাতে-মুখে নিয়ে বিপদ ডেকে আনা উচিত নয়। সবাইকে এ ব্যাপারে আরো সতর্ক হতে হবে।"