ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করলেন শিশু আয়ানের বাবা
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যুর ঘটনায়– তার বাবা শামীম আহমেদ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তদন্তপূর্বক এই হাসপাতালের লাইসেন্স বাতিলের আবেদন করে চিঠি দিয়েছেন।
আজ বুধবার (১০ জানুয়ারি) এ চিঠি দেন শামীম। আবেদনে বলা হয়েছে, "তারা আমার ছেলেকে মেরে ফেললো। আমার ছেলের সাথে এই ঘটনা ঘটার পর– আমরা জানতে পারি, এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে চিকিৎসায় অবহেলাজনিত কারণে আরো অনেকেই মারা গেছেন। তাই এই হাসপাতালের আমাদের দেশে চিকিৎসা সেবা দেয়ার লাইসেন্স বাতিল হওয়া উচিৎ।"
"লাইসেন্স বাতিল না করলে– আরও অনেকে তাদের কাছে চিকিৎসা সেবা নিতে এসে জীবন হারাবে। অনেক বাবা-মা সন্তান হারাবে। তাই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই ঘাতক হাসপাতালের লাইসেন্স বাতিলের অনুরোধ জানাচ্ছি।"
এদিকে আয়ানের মৃত্যুর ঘটনা তদন্তে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুগদা হাসপাতালে তার বাবা শামীম আহমেদের বয়ান শোনার জন্য তাঁকে উপস্থিত হতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। এছাড়া আয়ানের মৃত্যুর বিচারের দাবিতে সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে মানববন্ধন করবে আয়ানের পরিবার।
গত ৩১ ডিসেম্বর পাঁচ বছরের আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশান ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে সাত দিন পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর রোববার (৭ জানুয়ারি) মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।