২১ তারিখ শুরু হবে বাণিজ্য মেলা
আগামী ২১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)- ২০২৪।
সোমবার (১৫ জানুয়ারি) টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ মাহবুবুর রহমান।
তিনি বলেন, ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। মাসব্যাপী চলবে এ মেলা।
৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে বাণিজ্য মেলা পিছিয়ে ১৫ জানুয়ারি শুরুর পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের, যা আরো পেছানোর কথা জানা গেল।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে। গত দুইটি মেলার আয়োজন রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) এখানে অনুষ্ঠিত হবে।
এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো।
সাধারণত সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্য মেলা শুরুর সময় পেছানো হয়। .