দেখা হলো, হাতও মেলালেন; কথা হলো না সাকিব-তামিমের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফিরে এলেও সেভাবে ম্যাচ খেলা হয়নি তামিম ইকবালের। প্রায় চার মাস পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন তিনি। ম্যাচে না থাকায় দীর্ঘদিন সাকিব আল হাসানের সঙ্গে দেখা হয়নি তামিমের। রোববার একে অপরের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামলেন, দেখা হলো, হাতও মেলালেন; কিন্তু কথা হলো না এ দুজনের।
বিপিএলের দ্বিতীয় দিনে মুখোমুখি হয় রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। শক্তিশালী এই দুই দলের মধ্যকার ম্যাচ নিয়ে আগ্রহ চরমে ছিল দর্শকদের। আগ্রহের অন্যতম কারণ সাকিব-তামিম লড়াই বলে। যদিও লড়াইটি জমেনি। সাকিবদের দল রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে তামিমের দল ফরচুন বরিশাল। ২টি উইকেট নিলেও ব্যাট হাতে সাকিব ছিলেন নিষ্প্রভ। অধিনায়ক তামিম দাপুুটে ব্যাটিংয়ে ৩৫ রান করে দলকে ছন্দ এনে দেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম। দীর্ঘদিন পরে ব্যাটিং করে রানের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিই প্রকাশ করেছেন তিনি। দলের ভালো শুরুর সঙ্গে ম্যাচের অনেক বিষয় নিয়ে কথা বলেন অভিজ্ঞ এই ওপেনার। এর মাঝে তাকে সামলাতে হলো দুটি 'অপছন্দনীয়' প্রশ্ন। দীর্ঘদিন পর সাকিবের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে মাতা নেড়ে তামিম বললেন, 'না, কথা হয়নি।'
কয়েকটি প্রশ্নের ব্যবধানে আবারও ফিরলো প্রসঙ্গটি। কিন্তু সাকিবের সঙ্গে কথা বলা নিয়ে প্রশ্ন করতেই এবার কিছুটা বিরক্ত হলেন তামিম। এমন প্রশ্ন তার কাছে একেবারেই জরুরি কিছু নয়। বরিশাল অধিনায়ক বললেন, 'আমার মনে হয় না এই প্রশ্ন জরুরি। আপনারা সবাই জানেন, কেন একটা জিনিস নিয়ে বারেবারে গুতান। আপনি ওকে জিজ্ঞেস করেন যদি জিজ্ঞেস করতে চান।'
ম্যাচে সাকিব-তামিম মোবাবিলা হয়েছে। তামিমের ব্যাটিংয়ের সময় বোলিং করেন সাকিব। তার বিপক্ষে ৭ বলে ৫ রান করেন তামিম। ম্যাচে সেভাবে কথা বলার সুযোগ হয় না, তবে ম্যাচ শেষে তেমন পরিবেশ ছিল। ম্যাচের পর মাঠ ছাড়ার সময়ে দুই দলের খেলোয়াড়রা হাত মেলান। পালা আসে সাকিব-তামিমের। হাত মেলান দুজন, কিন্তু কোনো কথা বলেননি। এমনকি দুজনের কেউ-ই কারও দিকে চেয়ে দেখেননি।
যদিও কয়েকদিন আগে ফরচুন বরিশালের অনুশীলনে তামিম বলেছিলেন, দেখা হলে অবশ্যই কথা হবে। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব এবারের নির্বাচনে জিতে সংসদ সদস্য হয়েছেন। তাদেরকে অভিনন্দন জানানো বা তাদের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তামিম বলেন, 'আমার এখনও দুজনের কারোর সঙ্গে দেখা হয়নি। যদি দেখা হয়, অবশ্যই কথা তো হবেই।' সেই দেখা হলো তাদের, কিন্তু একটা বাক্য বিনিময় হলো না দুজনের মধ্যে।
জাতীয় দলে সাকিব-তামিমের সম্পর্ক মধুর নয়, এটা এখন সবারই জানা। তাদের সম্পর্কের বৈপরীত্য নিয়ে কথা বলেছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এরপরই বিষয়টি গণমাধ্যমে আসে। বাংলাদেশ দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেও ব্যক্তিগত দ্বন্দ্বে সাকিব-তামিমের মধ্যে কথা হয় না দীর্ঘদিন। তবে দুজনের মধ্যে সৌজন্যতা ছিল, দেখা হলে হতো কুশলাদি বিনিময়। এখন অবস্থা এমন যে, দেখা হলে কারও দিকে কেউ-ই তাকান না, আর কথা বলা পুরোপুরি বন্ধ।