অন্য শিক্ষার্থীর থিসিস থেকে চুরির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
স্নাতকোত্তরের থিসিসে অন্য শিক্ষার্থীদের গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ।
শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান স্যাড্রা।
শুক্রবার তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সসি স্যান্ড্রা বোর্চ বলেন, 'আমি একটি বড় ভুল করেছি। সূত্র উদ্ধৃত না করেই আমি অন্যদের গবেষণাকাজের লেখা ব্যবহার করেছি। আমি দুঃখিত।'
স্যান্ডার বোর্চের ২০১৪ সালের গবেষণা নিবন্ধ এবং আরও কয়েকজনের নিবন্ধের মাঝে মিলের বিষয়টি উল্লেখ করে এ নিয়ে নরওয়েজিয়ান সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, স্যান্ড্রার কোনো লেখাতেই অন্যদের কাজ থেকে নেওয়া অংশের উদ্ধৃতি দেওয়া হয়নি।
চৌর্যবৃত্তির বিষয়টি প্রকাশ্যে আনা একজন শিক্ষার্থী এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, অন্য শিক্ষার্থীর নিবন্ধ থেকে শব্দের পর শব্দ হুবহু চুরি করেছেন স্যান্ড্রা। এমনকি অন্য শিক্ষার্থীর নিবন্ধের ভুল বানানের শব্দও নিজের নিবন্ধে ভুল বানানেই লিখেছেন তিনি।
নরওয়ের সংবাদমাধ্যম ই২৪-এর প্রতিবেদনে বলা হয়, বোর্চের নিবন্ধের ২১ শতাংশ অপর ছয়জন শিক্ষার্থীর নিবন্ধ থেকে হুবহু নকল করা হয়েছে। অন্যদের সঙ্গে বোর্চের নিবন্ধ তুলনা করার জন্য কপিলিকস প্রোগ্রাম ব্যবহার করেছে ই২৪। প্রোগ্রামটি বিভিন্ন নথির মধ্যে মিল চিহ্নিত করে।
স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টার পার্টির রাজনীতিবিদ। গত বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বোর্চের ২০১৪ সালের ওই গবেষণায় তেল শিল্পে নিরাপত্তা নিয়মের ওপর আলোকপাত করা হয়।
স্বার্থের সংঘাত নিয়ে বিতর্কের কারণে গত কয়েক মাসে নরওয়ে সরকারের বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।