ফ্লোর প্রাইস প্রত্যাহার, শেয়ারবাজারে বড় দর পতন
ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দিনের লেনদেন বড় পতন দিয়ে শুরু হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই সূচকের ২৪০ পয়েন্ট পতন হয়। পরবর্তীতে মার্কেট আবার একটু ঘুরে দাঁড়ায়। বেলা ১টা পর্যন্ত সূচক ১৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯০ পয়েন্টে। পতন হয়েছে বাকি দুটি সূচক ডিএসইএস এবং ডিএসই৩০-এরও।
এ সময় ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ১১৮ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।
বেলা ১টা পর্যন্ত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭১ কোটি টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন, ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়লেও বেলা বাড়ার সাথে সাথে সেটি সমন্বয় হতে শুরু করে।
মার্কেট সমন্বয় হয়ে একটি অবস্থানে আসার পর আবার ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জেও (সিএসই) বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।