বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে পদক্ষেপ অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, 'বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে। আর এসব পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।'
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কী পদক্ষেপের কথা ভাবছে- এমন প্রশ্নের জবাবে গতকাল সোমবার (২২ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।
প্যাটেল বিশেষভাবে জলবায়ু সমস্যা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করেন। কারণ এসব ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।
প্যাটেল বলেন, 'অবশ্যই এর মাধ্যমে আমাদের বেসরকারি অংশগুলোর সঙ্গেও জড়িত হওয়ার সুযোগ রয়েছে, যা আমরা বিশ্বাস করি যে এই সম্পর্ককে গভীর করার জন্যও গুরুত্বপূর্ণ।'
নতুন সরকার গঠনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন এবং জলবায়ু পরিবর্তন, ব্যবসার সুযোগ ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো নিয়ে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করবে তা নিয়ে আলোচনা করেন।
পিটার হাস বলেন, 'আমি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।'