একের পর এক দুর্ঘটনায় বোয়িং
বেশ বিপাকে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং! ঝামেলা পিছুই ছাড়ছে না। কখনও দেখা যাচ্ছে উইন্ডশিল্ড এ ফাটল, কখনও দরজা খুলে পড়ছে তো কখনও জানালা। কখনও আবার মাঝ আকাশে ধরে যাচ্ছে উড়োজাহাজে আগুন। এবং দুর্ঘটনাগুলো বেশ অল্প সময়ের ব্যবধানে ঘটছে। এসব দুর্ঘটনায় জানের ক্ষতি এখন অব্দি না হলেও এই আশঙ্কা জেঁকে বসেছে সবার মনে। বাজারে সবচেয়ে বড় স্থান দখল করা প্রতিষ্ঠানের বিমানে কেন উপর্যুপরী ঘটছে এমন সব ঘটনা সেটিই বিশ্লেষন করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে।