নিত্যপণ্যের শুল্ক কমানোর বিষয়ে কাজ করছে এনবিআর: চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক-কর কমানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি অনুরোধ এসেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে 'ইন্টারন্যাশনাল কাস্টমস ডে' উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তবে কোন কোন পণ্যের ওপর শুল্ক কমানোর আবেদন করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানান নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ চলতি সপ্তাহে টিবিএসকে জানিয়েছেন, ভোজ্য তেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর কমানোর জন্য তারা গত সোমবার এনবিআরকে চিঠি দিয়েছেন। একই অনুরোধে দুই মাস আগেও চিঠি দেওয়া হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা ডিম, আলু, মাছ ও মুরগি কিনতে হিমশিম খাচ্ছে।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, রমজান মাসে চাহিদা বৃদ্ধি পায়, তাই পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
চাল ও গরুর মাংসসহ খাদ্যদ্রব্যের দাম আকস্মিক বৃদ্ধির পরেই প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সরকারের অনুমোদন ছাড়াই নির্বাচনের আগে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে মিল মালিকেরা। বাজারে বিভিন্ন সবজির দামও বেড়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয় চালের পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্য নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
আজ এর আগে খাদ্যমন্ত্রীও অবৈধভাবে চাল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।