আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, ওয়ানডের সেরা কোহলি
২০২৩ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স ও ধারাবাহিকতার পুরস্কারই পেয়েছেন অজি অধিনায়ক। এছাড়া বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন উসমান খাজা, বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার গেছে বিরাট কোহলির পকেটে।
নিজের খেলোয়াড়ি দক্ষতা তো দেখিয়েছেনই, নেতা কামিন্সও কম যাননি। অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ২০২৩ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ধরে রেখেছেন অ্যাশেজ। মূল কাজ বোলিংয়েও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স।
বর্ষসেরা ক্রিকেটারকে দেওয়া গ্যারি সোবার্স ট্রফি পাওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকায় কামিন্সের সঙ্গে ছিলেন আরও তিনজন। ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং স্বদেশি ট্রাভিস হেডকে টপকে এই পুরস্কার বাগিয়ে নিয়েছেন কামিন্স।
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ২৪ ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৪২২ রান করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
অপরদিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতা উসমান খাজা লাল বলের ক্রিকেটে ছিলেন উজ্জ্বল। ২০২৩ সালে ১৩ টেস্ট খেলে ১২১০ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার। তিনি পেছনে ফেলেছেন ট্রাভিস হেড, জো রুট ও রবিচন্দ্রন অশ্বিনকে।
ওয়ানডের বর্ষসেরা যে কোহলি হবেন তা যেন অবধারিতই ছিল। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়া কোহলি ২০২৩ সালে ২৭ ওয়ানডে খেলে করেছেন ১৩৭৭ রান। এই পুরস্কারের জন্য তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শুবমান গিল, মোহাম্মদ শামি ও ড্যারিল মিচেল।