দুর্বার খুলনার চারে চার, ঢাকার তৃতীয় হার
বিপিএলে টানা চতুর্থ জয় পেল খুলনা টাইগার্স। নিজেদের চতুর্থ ম্যাচে দুরন্ত ঢাকাকে পাত্তাই দেয়নি খুলনা, ১০ উইকেটের ব্যবধানে জিতেছে এনামুল হক বিজয়ের দল। অপরদিকে চার ম্যাচে এটি ঢাকার তৃতীয় হার।
সিলেট স্টেডিয়ামে ঢাকার দেওয়া ছোট লক্ষ্য অনায়াসেই টপকে গেছে খুলনা। কোনো উইকেট হারায়নি এনামুল হক বিজয়ের দল, যদিও ওপেনার এভিন লুইস রিটায়ার্ড হার্ট হয়েছেন। তবে তাতে একদমই সমস্যা হয়নি খুলনা টাইগার্সের।
ঢাকার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ৩৮ বল হাতে রেখে একটি উইকেটও না হারিয়ে পেরিয়ে গেছে খুলনা। অধিনায়ক বিজয় অপরাজিত ছিলেন ৪৮ বলে ৫৮ রান করে, চারটি চার ও দুটি ছয় মেরেছেন তিনি। ২৭ বলে এক চার ও তিন ছয়ে ৩৭ রান নিয়ে অপরাজিত থাকেন আফিফ হোসেন। আরেক ওপেনার এভিন লুইস ১৩ বলে ২৬ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ঢাকার। দুই ওপেনার সাইম আইয়ুব ও মোহাম্মদ নাইম দলকে এনে দেন ৭৫ রানের জুটি। নাইম ২১ বলে দুই চার ও চার ছয়ে ৪১ রানের ইনিংস খেলে বিদায় নেওয়ার পরই খেই হারিয়ে ফেলে ঢাকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নয় উইকেটে ১৩০ রান তুলতে সক্ষম হয় মোসাদ্দেকের দল।
খুলনার হয়ে ১৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নওয়াজ, এছাড়া দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে খুলনা টাইগার্স। এদিকে তৃতীয় হারে ষষ্ঠ স্থানে অবস্থান করছে দুর্দান্ত ঢাকা।