অস্থায়ীভাবে সরানো হচ্ছে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট
বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট শিগগিরই ইয়াঙ্গুনে অস্থায়ী ভিত্তিতে স্থানান্তর করা হবে।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'ইতোমধ্যেই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে।'
সিত্তেতে অবস্থিত অন্যান্য বিদেশি মিশনগুলোও নিরাপত্তার কারণে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল শনিবার বলেছিলেন, দুই দেশের আলোচনার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।