চালু হলো সুলতানগঞ্জ-মায়া নৌবন্দর
বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চালু হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর। আজ সোমবার সকাল ১১টায় সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সুলতানগঞ্জ বন্দর থেকে ১১ মেট্রিক টন গার্মেন্টস ঝুট কাপড় নিয়ে ভারতের মায়া বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি সাইফ সিয়াম শাফিন নামের একটি জাহাজ।
অপরদিকে দুপুর ১২টায় মায়া নৌবন্দর থেকে দেশবাংলা নামে একটি নৌযান ১০০ মেট্রিক টন পাথর নিয়ে সুলতানগঞ্জের উদ্দেশে যাত্রা করে বলে জানান বিআইডব্লিউটিএর পরিচালক ড. রফিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ জানান, এ নৌবন্দর চালুর ফলে ভারত থেকে পাথরের পাশাপাশি খাদ্যপণ্য আমদানি ও রপ্তানি সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের যে রূপান্তরমূলক পরিবর্তন ঘটেছে, তার আরেকটি উদাহরণ আজকের ঘটনা। এই রুটটি বাংলাদেশের সাথে আমাদের উত্তর-পূর্ব রাজ্যগুলোর যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে এবং উভয় দেশের অভ্যন্তরীণ জলপথের অর্থনীতিকে গতি দেবে।'
তিনি আরও বলেন, 'আমাদের নদীগুলো আমাদের যুগ যুগ ধরে সংযুক্ত করেছে। আমরা এখন আমাদের অর্থনীতি এবং আমাদের জনগণকে সংযুক্ত করার জন্য নদীর শক্তিকে নতুন করে আবিষ্কার করছি। অভ্যন্তরীণ জলপথ বাণিজ্য ও ট্রানজিটের প্রোটোকল (পিআইডব্লিউটিটি) ভারত ও বাংলাদেশের নদী ব্যবস্থাকে পারস্পরিক সুবিধার জন্য ব্যবহার করতে এগিয়ে যেতে সাহায্য করছে।'