বায়োপিকে মাইকেল জ্যাকসন হলেন ভাতিজা জাফর জ্যাকসন
পর্দায় আসছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল'। লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাতিজা ২৭ বছর বয়সি জাফর জ্যাকসন।
লায়ন্সগেট এক বিবৃতিতে জানায়, গত জানুয়ারিতে ছবিটির চিত্রায়ণ শুরু হয়েছে। ২০২৫ সালের ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মাইকেল জ্যাকসনের চরিত্রের অফিসিয়াল ফার্স্ট লুক ছবি প্রকাশের কয়েকদিন পরেই ছবির সেট থেকে নতুন কিছু ছবি গণমাধ্যমে এসেছে। ছবিতে জাফর জ্যাকসনকে একটি কালো টাই, কালো প্যান্ট, সাদা মোজা এবং কালো জুতোর সাথে একটি সাদা শার্টে শুটিং সেটে দেখা যায়। মাইকেলের মতো কালো কোঁকড়ানো চুলও রেখেছেন তিনি।
অন্য একটি ছবিতে তিনি একটি বাদামি ক্রস-বডি ব্যাগ নিয়ে জাফর কোস্টার নিয়া লংয়ের (৫৩) পাশে দাঁড়িয়েছিলেন। কোস্টার ছবিতে মাইকেলের মা ক্যাথরিনের চরিত্রে অভিনয় করবেন। আর মাইকেলের বাবা জো চরিত্রে অভিনয় করবেন কোলম্যান ডোমিঙ্গো।
প্রযোজক গ্রাহাম কিং জাফরের চিত্রায়ণের প্রশংসা জানিয়ে বলেন, 'মাইকেলের চেহারা, আচরণ, চালচলন ও নাচের মুদ্রার সাথে জাফরের অনেক মিল রয়েছে। তিনি মাইকেলের চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা অন্য কোনও অভিনেতা করতে পারেননি।'
চলচ্চিত্রটির পরিচালক অ্যান্টোইন ফুকোয়া বলেন, 'আমরা এই ছবির জন্য শিল্পী ও কলাকৌশলীদের একটি অবিশ্বাস্য দলকে একত্রিত করেছি। মাইকেলের পরিচিত এবং তার সাথে কাজ করা কিছু লোকও এই চলচ্চিত্রের জন্য পুনরায় মিলিত হচ্ছে।'
ফটোগ্রাফার কেভিন মাজুর মাইকেল চরিত্রে জাফর জ্যাকসনের ফার্স্ট-লুক ছবিটি তুলেছিলেন। তিনি তার অনুভূতি জানিয়ে বলেন, 'সিনেমার সেটের প্রথম দিনটা অনেক রোমাঞ্চকর ছিল। অনেকটা প্রথমবারের মতো মাইকেল জ্যাকসনের কনসার্টে ছবি তোলার মতো। সেটে যাওয়ার পর মনে হয়েছিল আমি যেন আমার পুরোনো সময়ে ফিরে এসেছি। আমি মাইকেলের কনসার্টের শুটিং করতে স্টেডিয়ামে যাচ্ছি। আর জাফরের অভিনয় দেখে আমার মনে হলো, বাহ, এটা তো পুরোপুরি মাইকেল। তার চেহারা ও আচরণ সবকিছুই অবিকল মাইকেল জ্যাকসনের মতো।'
উল্লেখ্য, সংগীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্যাকসন। ২০১৯ সালে 'গট মি সিঙ্গিং' গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন