চিঠি আর আসবে না: কিংবদন্তি গজলশিল্পী পঙ্কজ উদাসের জীবনাবসান
কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই। মেয়ে নায়াব উদাস ইনস্টাগ্রাম-এ বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে রোগে ভোগার পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় এ শিল্পী।
নায়াব উদাস ইনস্টাগ্রামে তার পোস্টে লিখেছেন: 'খুবই দুঃখভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, দীর্ঘদিন ধরে রোগে ভোগার কারণে ২৬ ফেব্রুয়ারি পদ্মশ্রী পঙ্কজ উদাস চিরবিদায় নিয়েছেন।'
হিন্দিভাষী চলচ্চিত্র ও ভারতীয় পপ সঙ্গীতের দুনিয়ায় অবিস্মরণীয় অবদান রেখেছেন পঙ্কজ উদাস। 'চিট্ঠি আইয়ি হ্যায়', 'চাঁদি জ্যায়সা রং'-এর মতো বিখ্যাত গজল পঙ্কজ উদাসকে শ্রোতাদের মনে অমর করে রাখবে।
১৯৮০ সালে নিজের গজল অ্যালবাম 'আহাট' দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর একে একে 'মুকারার', 'তার্রান্নুম', ও 'মেহফিল'-এর মতো অ্যালবাম উপহার দিয়েছেন উদাস।
'নাম' সিনেমায় তার গাওয়া 'চিট্ঠি আইয়ে হ্যায়' তীব্র জনপ্রিয়তা অর্জন করেছিল শ্রোতাদের মাঝে। ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান পঙ্কজ উদাস।