আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ ও বেইলি রোডের অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট
রাজধানী ঢাকার রাজধানীর বেইলি রোডসহ সমস্ত আবাসিক স্থাপনায় রেস্টুরেন্টসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
রিটে একইসঙ্গে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত দায়ীদের গ্রেপ্তার এবং হতাহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেছেন বলে সাংবাদিকের জানানো হয়।
রিটে বিবাদী করা হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।