৪ ও ৮ মার্চ পুরোপুরি বন্ধ থাকবে পোস্তগোলা সেতু
ঢাকার পোস্তগোলা সেতুতে (বুড়িগঙ্গা প্রথম সেতু) সংস্কারকাজ চলমান থাকায় সোমবার (৪ মার্চ) সকাল থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আগামী ৮ মার্চও পুরোপুরি বন্ধ থাকবে সেতুটি। যানবাহন চলাচল করতে হবে বিকল্প পথে।
এই কারণে বাবুবাজার সেতুর (বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু) উত্তর প্রান্তের নয়াবাজার এলাকায় এবং দক্ষিণ প্রান্তের কেরানীগঞ্জের কদমতলী এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
২০২০ সালের ৩০ জুন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা সেতুর দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। প্রাথমিক মেরামতের পর সেতুটি চালু করা হলেও প্রায় সাড়ে তিন বছর পর ২২ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি মেরামতের কাজ শুরু করে সওজ। আগামী ৮ মার্চ পর্যন্ত পোস্তগোলা সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে।
এদিকে পোস্তগোলা সেতুটি সংস্কারের জন্য ২৪ ও ২৬ ফেব্রুয়ারি পুরোপুরি বন্ধ থাকার জন্য বেশ কয়েকটি বিকল্প রাস্তা যেমন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাঁট সহ অন্য পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু অধিকাংশ যানবাহন বাবুবাজার ব্রিজের দূরত্ব কম হওয়ায় এবং সুবিধার জন্য এই ব্রিজ ব্যবহার করায় চাপ বেশি পড়ছে।
এর আগে নয়াবাজারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসম্পূর্ণ রাস্তার কাজের জন্য কিছু এলাকায় এক লেনের রাস্তা সরু হয়ে ট্র্যাফিক পরিস্থিতি আরও জটিল হয়েছিল। কাজটি সাময়িকভাবে স্থগিত করা হলেও নির্মাণসামগ্রী রাস্তায় রেখে যাওয়ায় ট্র্যাফিক চলাচল সীমিত হয়ে যানজটের সৃষ্টি হয়েছিল।
এই ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান টিবিএসকে জানিয়েছিলেন, "আমরা কাজ শুরুর ২০ দিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে রাস্তাটির সংস্কার কাজ শেষ করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা করেনি। তারা কাজ বন্ধ রেখেছে তবে রাস্তার প্রায় অর্ধেকটাই আটকে রেখেছে।"
পোস্তগোলা সেতু বন্ধ হয়ে যাওয়ায় কাজ শেষ না হওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি হালকা যানবাহনগুলোকে নির্দিষ্ট দিনে ট্র্যাফিক প্রবাহ ঠিক রাখতে বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।