টিবিএস নিয়ে এলো ইকোনমিক ইন্টেলিজেন্স বাংলাদেশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2024/03/04/new_project.jpg)
বিভিন্ন বিষয়ে আগ্রহী পাঠকদের চাহিদা পূরণে আজ ৪ মার্চ থেকে ইকোনমিক ইন্টেলিজেন্স বাংলাদেশ (ইআইবি) চালু করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।
স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন ঘটনাপ্রবাহ, প্রবণতাগুলো পর্যবেক্ষণ করে স্থানীয় ও বৈশ্বিক একাধিক উৎস থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত, পর্যালোচনা এবং বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণের ভিত্তিতে টিবিএসের গবেষণা দল ইআইবি সংকলন করেছে। একইসঙ্গে নজরে রাখবার মতোন উদীয়মান নানান বিষয় ও প্রবণতার সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে।
প্রথম সংখ্যাটি পাঠকদের জন্য বিনামূল্যে পড়ার জন্য উন্মুক্ত করা হয়েছে।
ইআইবিতে সাম্প্রতিক বিভিন্ন বিষয় এবং অর্থনৈতিক প্রবণতা সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছে।
প্রথম সংখ্যার শিরোনাম 'বাংলাদেশের জন্য ২০২৪ সালে কী অপেক্ষা করছে'।
২০২৪ সালে বাংলাদেশে উল্লেখযোগ্য কী কী ঘটতে পারে, বৈশ্বিক চাকরি ও দক্ষতা সংক্রান্ত পূর্বাভাস, ২০২৩-২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক পোশাক অর্থনীতিতে কী ঘটতে যাচ্ছে এবং বৈশ্বিক পণ্যমূল্যের পূর্বাভাসসহ- সাতটি ভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে।
গবেষণায় বৈশ্বিক মন্দার ধরন, মূল্যস্ফীতির চাপ, বিভিন্ন দেশে চলা যুদ্ধ, শ্রম মান, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
পার্টনার ইকোনমিস আউটলুক চ্যাপ্টারে বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বাণিজ্যের ছয়টি প্রধান অংশীদারদের সম্পর্কে পর্যালোচনা করেছে ইআইবি।
সবশেষে, পাঠকদের জন্য বাংলাদেশ সামষ্টিক অর্থনীতি সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অর্থনীতির একটি সার্বিক ধারণা দেওয়া হয়।
ইআইবি সাইটটি ব্রাউজ করা যাবে এই লিংকের মাধ্যমে: https://intel.tbsnews.net/