মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক, পিস্তল উদ্ধার
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে এক শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরিফকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ডান পায়ে গুলিবিদ্ধ তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আবির তমাল ওই মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন।
আজ সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে ডা. রায়হান শরিফকে গ্রেপ্তার করা হয়।
"অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। ওই শিক্ষক যে পিস্তল দিয়ে শিক্ষার্থীকে গুলি করেছিল, সেটি অবৈধ পিস্তল। এ কারণে তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাও হবে" জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল হান্নান।
ভাইভা ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষক রায়হান শরিফ অস্ত্র বের করে গুলি করেন বলে জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, শিক্ষার্থী তমাল ডান উরুতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। সেই সাথে একটি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ক্যাম্পাসে বিরাজমান উত্তেজনা প্রশমনে কাজ করছে পুলিশ। ঘটনাটির যথাযথ তদন্ত করা হচ্ছে।