গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের একজন মারা গেছেন
বুধবার গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৩২ জনের একজন সোলায়মান আলী (৪৫) আজ (১৫ মার্চ) সকালে মারা গেছেন।
তিনি রাজধানীর শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা: আশরাফুল হক নিশ্চিত করে জানিয়েছেন, "৯৫ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালি পুড়ে যাওয়া ৪৫ বছর বয়সী সোলায়মান মোল্লা আজ সকাল ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।"
বুধবার (১৩ মার্চ) গাজীপুরের কালিয়াকৈরে লিক হওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ পথচারীরা আগুনে পুড়ে দগ্ধ হন।
আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটে বর্তমানে মোট ৩০ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে সাতজন রোগী নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) এবং একজন উচ্চ নির্ভরতা ইউনিটে (এইচডিইউ) রয়েছেন।
যে কারণে বিস্ফোরণ ঘটল
একটি পরিবার তাদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারটি লিক হচ্ছে লক্ষ্য করে সেটি বন্ধ করার আশায় একটি ভেজা কাপড়ে মুড়িয়ে দেয়। তাতে কাজ না হলে তারা সিলিন্ডারটি রাস্তার পাশে একটি গলিতে রেখে দেয়।
লিক হওয়া সিলিন্ডার থেকে আসা হিস হিস শব্দ আশেপাশের লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। কৌতূহলবশত নারী ও শিশুসহ অনেকেই সিলিন্ডারটির কাছে যায়।
এদিকে গার্মেন্টসকর্মী সহ অনেকেই সূর্যাস্তের ঠিক আগে তাদের রোজা ভাঙতে বাড়ি ফিরছিলেন বলে রাস্তাটি জমজমাট ছিল।
যারা জড়ো হয়েছিল তাদের অগোচরে লিক হওয়া সিলিন্ডার থেকে গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে।
কাছাকাছি একটি বাড়িতে একটি চুলা জ্বালানোর চেষ্টা করলে গ্যাসের জন্য আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের মানুষ দগ্ধ হয়।