শাহরুখ, সালমানের সঙ্গে ছবি করতে চান আমির; জানালেন ‘আন্দাজ আপনা আপনা ২’-এর আপডেট
সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিবাহ উৎসবে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে নাচতে দেখা গেছে আমির খানকে। এবার আমি ইঙ্গিত দিয়েছেন, নিকট ভবিষ্যতে তিন খানকে পর্দায় একসঙ্গে দেখা যেতেও পারে।
নিজের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মার্চ) ইনস্টাগ্রামে লাইভে আসেন আমির। সেখানে এক ভক্ত আমিরকে প্রশ্ন করেন, তিন খানকে একসঙ্গে কোনো ছবিতে দেখার সম্ভাবনা আছে কি না।
জবাবে আমির বলেন, শাহরুখ, সালমান ও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনজনই মনে করেন, ভক্তদের জন্য একসঙ্গে একটি ছবিতে বানানো উচিত তাদের।
আমির বলেন, 'আমিও মনে করি যে আমাদের তিনজনের একসঙ্গে একটি ছবিতে কাজ করা উচিত। আমি, সালমান আর শাহরুখ একসঙ্গে আড্ডা দেওয়ার সময় আমরাও বলেছি যে আমাদের তিনজনের একটা ছবিতে একসাথে কাজ করার চেষ্টা করা উচিত। আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য। এখন দেখা যাক সামনে কী হয়। আশা করি কাজটা করার জন্য আমরা ভালো কোনো গল্প পাব। আমার মনে হয় আমরা তিনজনই একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। অনেকদিন ধরেই তো কাজ করছি আমরা। …এখনই সঠিক সময় (একসঙ্গে কাজ করার)।'
আমির, শাহরুখ ও সালমান তিন দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন। তারা প্রত্যেকেই প্রত্যেকের ছবিটা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। শাহরুখ ও আমির কখনও একসঙ্গে কোনো ছবিতে কাজ না করলেও আমির ও সালমান রাজকুমার সান্তোষির 'আন্দাজ আপনা আপনা'তে একসঙ্গে অভিনয় করেছেন।
ওই আড্ডায় আমির 'আন্দাজ আপনা আপনা ২'-এর খবরাখবরও জানান। সান্তোষি সিকুয়েলটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া 'আন্দাজ আপনা আপনা'তে আমির, সালমান, রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর, পরেশ রাওয়াল, শক্তি কাপুর প্রমুখ অভিনয় করেছিলেন। সে সময় ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও পরবর্তীতে দারুণ জনপ্রিয়তা পায়। বর্তমানে একে ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা কমেডি ছবিগুলোর একটি মনে করা হয়।
লাইভ চ্যাটে আমি বলেন, 'মাত্রই খবর পেয়েছি, রাজকুমার সান্তোষি আন্দাজ আপনা আপনার চিত্রনাট্যের কাজ করছেন। এটা একেবারেই নতুন খবর। তিনি ছবিটি নিয়ে ভাবছেন জেনে আমি খুব খুশি, কারণ আমার মনে হয় আমাদের সবার জন্যই এটা অসাধারণ ছবি হবে।'
২০২২ সালে 'লাল সিং চাড্ডা'র ব্যর্থতার পর অভিনয় থেকে বিরতিতে ছিলেন আমির। অবশেষে বিরতি ভেঙে কিছুদিন আগে 'তারে জমিন পর'-এর সিকুয়েল 'সিতারে জমিন পর'-এর কাজ শুরু করেছেন এই তারকা।