রাবির প্রথম এমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন মারা গেছেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এবিএম হোসেন মারা গেছেন। শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, প্রবীণ এই অধ্যাপক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
অধ্যাপক এবিএম হোসেনের পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। ১৯৩৪ সালে তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭২ সালে অধ্যাপক পদে উত্তীর্ণ হন।
পরবর্তী সময়ে তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম এমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মাননাপ্রাপ্ত হন এবিএম হোসেন। ইতিহাস বিষয়ে তার ১১টি গ্রন্থ রয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে তিনি অসংখ্য গবেষণা করেছেন। ১৯৭৭ সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট নোবেল শান্তি পুরস্কারের জন্য গঠিত বোর্ডে তাকে সদস্য মনোনীত করেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির সম্মানিত আজীবন ফেলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম বলেন, এবিএম হোসেন স্যারের চলে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যুগান্তর বিশেষ। আর কেউ থাকলেন না ওই প্রজন্মের।