যে বছর একযোগে বক্স অফিসে ব্যর্থ হয়েছিলেন শাহরুখ, আমির, সালমান!
ভারতীয় সিনেমা জগতে বেশ বড় নাম শাহরুখ, আমির ও সালমান খান। বর্তমানে কিং খান 'জওয়ান', 'পাঠান'-এর মতো সিনেমার মাধ্যমে বক্স অফিসে নিজের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তবে আমিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'লাল সিং চাড্ডা' খুব একটা সুবিধে করতে পারেনি। অন্যদিকে 'টাইগার ৩' সিনেমার মধ্যে দিয়ে সালমান ঠিকই নিজের প্রতি সুবিচার করতে পেরেছেন।
বহু বছর ধরেই কমবেশি উত্থান পতনের মাধ্যমে বক্স অফিসে রাজত্ব করেছে এই তিন খান। তবে বলিউডে এমন একটি বছর ছিল যা আমির, শাহরুখ, সালমান সকলেই বক্স অফিসে হতাশাজনক পারফরম্যান্স করেছেন। অথচ বছরটিতে তাদের তিনটি সিনেমাই বেশ ভালো করার কথা ছিল।
২০০৫ – খানদের হতাশাজনক এক বছর
২০০৫ সালকে তিন খানের জন্য কেন ব্যর্থতার বছর বলা হচ্ছে সেটি বুঝতে হলে আগে পূর্ববর্তী বছরে তাদের অবস্থানকে মূল্যায়ন করতে হবে। ২০০৪ সালে 'বীর জারা' সিনেমার মধ্যে দিয়ে শাহরুখ নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছিলেন। তবে সালমান বেশ কয়েকটি ফ্লপ সিনেমার কারনে অনেকটা বেকায়দায় ছিলেন। আর আমির খান নিজের ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
ঠিক তখনই একটি খারাপ বছর হিসেবে আবির্ভূত হয় ২০০৫ সাল। যদিও বক্স অফিসে হতাশাজনক পারফরম্যান্সের মাঝে শাহরুখ ও সালমানের মতো ততটা খারাপ করেননি আমির।
শাহরুখ খানের 'পাহেলি'
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শাহরুখের বিপরীতে ছিলেন রানী মুখার্জি। সিনেমাটি নির্মাণ করেছেন অমল পালেকার। এর বাজেট ছিল ১৪ থেকে ১৫ কোটি রুপি। কিন্তু সবমিলিয়ে সিনেমাটি মাত্র ১১ কোটি রুপি আয় করে। সেক্ষেত্রে সিনেমাটিতে সার্বিকভাবে লস হয়েছে ১৩ থেকে ১৪ শতাংশ।
সালমান খানের 'কিউঁ কি'
সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। এছাড়াও জ্যাকি শ্রফ, শুনিল শেঠি, রিমি সেনের মতো তারকারাও ছিলেন। সিনেমাটির বাজেট ছিল ২০ কোটি রুপি। কিন্তু সবমিলিয়ে বক্স অফিসে ছবিটি আয় করে মাত্র ১২ কোটি রুপি।
আমির খানের 'মঙ্গল পাণ্ডে'
আমির খানের ক্যারিয়ারে অন্যতম বাজে বছর ছিল ২০০৫। বছরটিতে ৩৫ কোটি টাকার বৃহৎ মুক্তি পায় সিনেমা 'মঙ্গল পাণ্ডে'। এতে মিস্টার পারফেকশনিস্টের সাথে অভিনয় করেছেন রানী মুখার্জি। কিন্তু সিনেমাটি সর্বসাকুল্যে বক্স অফিসে ২৫ কোটি টাকা আয় করে।
অনুবাদ: মোঃ রাফিজ খান