বুধবার থেকে মেট্রোরেল চলবে রাত ৯টার পরও, ঈদের দিন বন্ধ থাকবে
বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও এক ঘণ্টা বাড়তি সময় চলবে মেট্রোরেল।
বর্ধিত সময় অনুযায়ী, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ২০ মিনিটে।
গত ১০ মার্চ রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
বর্ধিত এক ঘণ্টায় ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। সেই হিসাবে দুই প্রান্তে মোট ১০টি অতিরিক্ত ট্রিপ হবে।
এখন দৈনিক ১৮৪ বার ট্রেন চলাচল করে। সময় বাড়ানোর পর চলবে ১৯৪ বার।
এবার ঈদের দিন মেট্রোরেল পরিষেবা চালু থাকবে না।
এমএএন ছিদ্দিক জানান, মেট্রোরেলের ট্রেনে খাবার ও পানীয় বহন এবং পানাহার নিষিদ্ধ থাকলেও ইফতারের সুবিধার্থে নির্দিষ্ট সময়ে যাত্রীরা ২৫০ এমএল পানির বোতল বহন করতে পারবেন। অন্য কোনো খাবার বহন করা যাবে না। ব্যবহার শেষে পানির বোতল নির্ধারিত জায়গায় ফেলতে হবে।
ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শন করা হবে বলেও জানান তিনি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, রমজান শুরুর আগে ১৫ দিন ধরে প্রতিদিন গড়ে ২ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন। তবে রমজান শুরুর পর প্রতিদিন গড়ে ২ লাখ ৩৫ হাজার যাত্রী যাতায়াত করছেন।
রমজানের শেষার্ধে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন মেট্রোরেলের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
এছাড়াও ভ্রমণের সময় বাড়ানোর ফলে যাত্রীসংখ্যা রমজান-পূর্ব পর্যায়ে পৌঁছে যাবে বা আরও বেশি হবে। আর ঈদের পরও যাত্রী বৃদ্ধি অব্যাহত থাকলে ট্রেন চলাচলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে।